ইন্টারনেটে বাংলার ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। এর ধারাবাহিকতায় আপনারা ইচ্ছা করলেই বাংলাদেশ করপোরেট ব্লগস্ - এ মাতৃভাষায় আপনার মতামত প্রকাশ করতে পারবেন। তবে এর জন্য আপনার কম্পিউটারে কিছু টুলস্ যোগ করে নিতে হবে। আর একবার এইসব টুলস্ ইন্সটল করে নিলে আপনি শুধু বাংলাদেশ করপোরেট ব্লগস্ - নয়, আরো হাজারো সাইটে বাংলা লিখতে পারবেন, আর দেখতে তো পারবেনই।
এজন্য ভিজিট করুন http://www.omicronlab.com/ আর ডাউনলোড করে নিন অভ্র-কিবোর্ড। এতে আপনি কয়েকভাবে বাংলা লিখতে পারবেন, যেমন - বিজয়, অভ্র, বর্ণনা, ন্যাশনাল ইত্যাদি।
এসাইটে প্রয়োজনীয় বাংলা ফন্ট পাবেন যা আপনার পিসিতে ইন্সটল করলে যেকোন বাংলা সাইট দেখতে পাবেন।
শুধু তাই নয়। এখানে আছে অভ্র কনভার্টার যা দিয়ে বাংলা ইউনিকোডে পরিনত করতে পারবেন আপনার বিজয়, আল্পনা, প্রশিকা শব্দ, প্রবর্তন দিয়ে তৈরি করা ডকুমেন্ট সমূহ।
অশেষ ধন্যবাদ অমিকর্ন-ল্যাবকে মাতৃভাষা বিকাশে তাদের অসামান্য অবদানের জন্য।
2 comments:
এখানে একটা বিষয় আমি শেয়ার করতে চাই, অভ্র নি:সন্দেহে একটি ভাল সফটওয়্যার, এবং Hats off to them.কিন্তু তাদের কনভার্টার অতটা কাজের নয়। আমি ব্যবহার করি ব্র্যাক ইউনিভার্সিটির ডেমো কনভার্টার, এবং এটা আসলেই ভাল একটা সফটওয়্যার। এই মুহূর্তে লিঙ্কটা মনে নেই, তবে এর নাম CRBLP Converter. ব্যবহার করে দেখতে পারেন।
Very Nice. Carry On.
Post a Comment