First, fast, furious...Bangladeshi business blog

We provide
--social media strategies for Bangladeshi businesses worldwide
--public speaking on Bangladeshi businesses and social media
--paid product/service/website reviews of Bangladeshi companies

Interested to place an advertisement for your business?

Wednesday, October 31, 2007

নৌযানে বিজ্ঞাপণ

নদী মাতৃক এ দেশে এক সময় নৌকা ছিল যাতায়াতের একটি অন্যতম মাধ্যম। বিজ্ঞানের ছোঁয়ায় নদীপথে যাতায়াতের জন্য এলো ষ্টীমার,লঞ্চ, জাহাজ ইত্যাদি। যাতে করে অধিক সংখ্যক লোক, খুবই অল্প সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারছে।

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে যাতায়াতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে লঞ্চ। এই লঞ্চ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। যে কারনে এই লঞ্চ গুলো বিজ্ঞাপনের একটি বিশাল মাধ্যম হতে পারে corporate company গুলোর জন্য। শহর এলাকার বিভিন্ন বাসে কিন্তু আমরা বিভিন্ন corporate company-র দৃষ্টি নন্দিত বিজ্ঞাপন পরিলক্ষিত করি। যা ভোক্তাদের হৃদয়ে খুবই কোমল ছোঁয়া দিয়ে যায়। বর্তমানে দক্ষিন-পশ্চিমাঞ্চলে লঞ্চগুলো এত বিশাল সাইজে রুপ নিয়েছে, এক একটাকে সমুদ্রগামী জাহাজের মতোই মনে হয়। আর তাই এসব বিশাল আকার লঞ্চে বিজ্ঞাপন দিলে ভোক্তাদের চোখে খুব সহজেই দৃষ্টিগোচর হবে। জানিনা কেন এত দিনেও মাধ্যমটি কোন কোম্পানীর চোখে পড়েনি। বা এক্ষেত্রে বিজ্ঞাপনে সরকারি কোন বিধি-নিষেধ আছে কিনা তাও আমার জানা নেই। থাকলে ভিন্ন কথা। আর যদি না থাকে তবে corporate company-গুলো তাদের পন্যের বিজ্ঞপনের জন্য এ মাধ্যমটি ব্যবহার করলে আমার মনে হয় তারা একটি খুবই positive result পাবে।

4 comments:

Anonymous said...

Listen up the corporate companies! Now it is your time to drive your think-tank into the splashing river to make colorful waves with your product branding.

Shehzaad Shams said...

i really appreciate the idea of your publishing posts in Bangla. The idea is also worth giving a thought. We have always overlooked our natural competitive advantages, our river bodies. Neither we ever developed them to be our best means of transport within the country nor have we considered them to be vehicles for marketing campaigns.

আরিফ জেবতিক said...

It is really a good idea

Anonymous said...

It is not cost effective to repaint an advertisement month in month out which has to be done if the firms put up ads in "lauches". Secondly once the "launches" starts there journey through the river, it pretty much disappears from the public eyes. Therefore this seems to be a very stupid idea.